করোনাভাইরাসের টিকা আসছে বাংলাদেশে

0
264

দিডেইলিনিউসান রিপোর্ট:

অবশেষে বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা আমদানি এবং জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে ।

‘‘অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে’’ বলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক ও মুখপাত্র মো. আইয়ুুব হোসেন।

মো আইয়ুব বলেন, বেক্সিমকো কোম্পানির আবেদনের পরেই এই অনুমোদন দেওয়া হয়েছে। যেহেতু রেজিস্ট্রেশন একটি দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপারতাই বেক্সিমকোর আবেদনের পর এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দেয়া হয়েছে।

অক্সফোর্ডের এই টিকা বাংলাদেশে আনা ও ব্যবহারের জন্য এই অনুমোদনের প্রয়োজন ছিল। ইতিমধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে তিন কোটি ডোজ টিকা কেনার ব্যাপারে সরকার, ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ও সেরাম ইনস্টিউটের মধ্যে চুক্তি হয়েছে।

বেক্সিমকোর ব্যব¯’াপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান সোমবার গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের বলেছেন, ঔষধ প্রশাসন এই টিকা বাংলাদেশে ব্যবহারের অনুমোদন ও রেজিস্ট্রেশন দেওয়ার পর ৩০ দিনের মধ্যে ভারত থেকে দেশে টিকা আনা হবে।

তিনি জানান, তাঁরা রেজিস্ট্রেশনের জন্য গত বৃহস্পতিবার সব ধরনের ডকুমেন্ট জমা দিয়েছেন। ব্যাংক গ্যারান্টি সরকারের কাছে পৌঁছে দিয়েছেন।