দাউদকান্দিতে এমপি মহোদয়ের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ

0
96

লিটন সরকার বাদল:

প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ব্যক্তিগত তহবিল থেকে করোনার ২য় ঢেউয়ে জুরানপুর ও আশেপাশে গ্রামের ৫ শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে জুরানপুর মাদ্রাসা মাঠে বিশিষ্ট শিক্ষানুরাগী, সামাজ সেবিকা স্হানীয় এমপি’র সহধর্মীনী মাহমুদা ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সাগ্রী বিতরণ করেন।

মাহমুদা ভূইয়া বলেন, সারা বিশ্ব যখন করোনা ভাইরাস নিয়ে হিমসিম খাচ্ছে বিশ্বের আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার দেশগুলোতে প্রতিদির হাজার হাজার প্রান করে নিচ্ছে করোনায়, আর বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে করোনা মহামরীকে জয় করে চলেছে।

প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নজরদারীতে রেখেছেন সবকিছুতে, সরকারের পাশিপাশি এমপি মহোদয়ের ব্যক্তিগত তহবিল রাজণেতিক সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ অব্যাহত আছে। আপনারা ঘরে থাকুন, সরকারী বিধি নিষেধ মেনে চলুন। আপনি সচেতন হলে করোনা থেকে রক্ষা পাবে দেশ।

গোয়ালমারী ইউনিয়ন চেয়ারম্যান নুর-এ- আলম ভূইয়া ভুলু বলেন, দাউদকান্দি মেঘনার গণমানুষের নেতা মেজর জেনারেল ( অব.) সুবিদ আলী ভূইয়া এমপি পক্ষ থেকে করোনায় কর্মহীন ও মাহে রমজানের গরীব মানুষের জন্য যে খাদ্য সামগ্রী বিতরন করছেন, তার জন্য আমি গোয়ালমারী ইউনিয়নবাসীল পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন এটা জেরারেল ভূইয়ার চলমান প্রক্রিয়া। ¯স্বাস্থ্য বিধি মেনে চলুন, ঘরে থাকুন, সুস্থ্য থাকুন, মানুষ অভূক্ত থাকবে না।

এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক শরীফুল সলাম ভূইয়া, মাওলানা খায়রুল, আবু তাহের মেম্বারসহ আরো অনেক।