ছুটিতে এসে শিক্ষক পেটালেন সেনা সদস্য

0
100


জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

জামালপুরের সীমান্তবর্তী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষক পেটানোর অভিযোগ উঠেছে আব্দুর রাজ্জাক (২৬) ও শরিফুল ইসলাম (২০) নামে দুই সেনাসদস্যের বিরুদ্ধে। এতে রাফিউল ইসলাম নামে এক শিক্ষকসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার মনসুরনগর ইউনিয়নের উত্তর ছালাল চরে এ ঘটনা ঘটে।

আহত হলেন, উপজেলার ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে ও ছালাল অটেস্টিক প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রাফিউল ইসলাম (৩৫), মৃত নূর আলীর ছেলে আব্দুস সাত্তার (৮০) এবং তার ছেলে পরশ (৩৭), জুম্মা (৪০), আঁখি (৪২)।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ৫ একর জমি নিয়ে আব্দুস সাত্তারের সাথে প্রতিবেশী মফিজ উদ্দিনের বিরোধ চলে আসছিল। সম্প্রতি মতিউর রহমানের ছেলে সেনাসদস্য আব্দুর রাজ্জাক ও মফিজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম বাড়িতে এসে ফসলি জমি দখলের পায়তারা শুরু করে।

এরই ধারাবাহিকতায় বুধবার বিকালে তারা আব্দুস সাত্তারের পাটের ক্ষেতে পাওয়ার টিলার দিয়ে হাল বইতে শুরু করে। এসময় শিক্ষক রবিউল ইসলাম বাঁধা দিলে তাদের পরিবারের ওপর হামলা চালানো হয়। এতে আব্দুস সাত্তার ও তার সন্তান পরশ (৩৭), জুম্মা (৪০), আঁখি (৩৮) গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মতিউর রহমানের নেতৃত্বে সেনা সদস্য আব্দুর রাজ্জাক (২৬) পিতা মতিউর রহমান, সেনা সদস্য শরিফুল ইসলাম (২০) পিতা মফিজ, আলমগীর (৩৭) পিতা মতিউর রহমান, হোসেন আলী (৩৫) পিতা মফিজ, মতিউর রহমান (৬০) পিতা মহর আলী, মজিবুর রহমান (৫৫) পিতা মহর হামলা করে বলে এলাকাবাসী জানায়।

শিক্ষক রাফিউল ইসলাম এ বিষয়ে বলেন, আমার বাড়ির পালানের জমিতে আমারা পট বুনছি, সেই জমি নষ্ট করে তারা হাল বইতেছিল। আমি বাঁধা দিলে আমাকে আক্রমন করেন।

এ বিষয়ে সেনা সদস্য শরিফুল ইসলাম বলেন, আমরা কাউকে আক্রমন করি নি। আমাদেরকেই তারা আক্রমন করেছে।

এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত ওসি শ্যামল দ্য ডেইলি স্টারকে বলেন, এখনো কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।