সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত 

0
175
নিজস্ব প্রতিবেদক
জামালপুরের সরিষাবাড়ীতে ঈদ উপলক্ষে শত বছরের ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী কালিকাপুর মৌলবি বাজার এলাকায় আকর্ষণীয় এই প্রতিযোগিতার আয়োজন করে গ্রামবাসী।
প্রতিযোগীতায় সরিষাবাড়ি উপজেলাসহ আশেপাশের এলাকা থেকে নানা আকারের ও বাহারি রঙের অধ্য শতাধিক গরু নিয়ে আসেন সৌখিন প্রতিযোগীতারা। গরু দৌড় প্রতিযোগিতা
দেখতে ভিড করে হাজারও নারী-পুরুষ।
প্রতিযোগীতায় প্রথম হয় ডোয়াইল ইউনিয়নের সুরুজ আলীর গরু। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি তেজগাঁ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
প্রতিযোগীতা উপলক্ষে সেখানে বসেছিল দিনব্যাপী গ্রামীণ ঈদ মেলা।  হিন্দু, মুসলিম সববয়সী নারী-পুরুষের মিলনমেলায় রুপ নেয় এ প্রতিয়োগীতায়।
আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেনে সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক সোহেল, সহ সভাপতি আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু,ঢাকাস্থ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন সবুজ প্রমুখ।
গ্রাম-বাংলার এই ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগীতার আয়োজন শত বছর ধরে অব্যাহত থাকুক এমনটিই প্রত্যাশা সবার।