ঘুষ দিতে ব্যর্থ হয়ে থানায় মিথ্যা মামলা

0
292


সরিষাবাড়ী প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বকর তালুকদারকে ঘুষ দিতে ব্যর্থ হওয়ায় ও বাসার অবৈধ লাইন বিচ্ছিন্ন করায় প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মানহীনর অভিযোগ।

পিডিপি সূত্রে জানাযায় , পিডিবির অফিস সংলগ্ন প্রবাসী আব্দুল খালেকের বাসায় অবৈধ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং ঐ বাসার মালিকের কাছ থেকে আইনের মাধ্যমে পিডিবি তার জমি উদ্ধার করে।

পিডিপি সূত্রে আরো জানা যায়, গত বুধবার ২৪ আগস্ট রাত আনুমানিক ৭টার দিকে পিডিবি অফিস সংলগ্ন রাস্তার দক্ষিণ পাশে প্রবাসী খালেক এর বাসায় আলো জ্বলতে দেখে পিডিবির লোকজন পিডিবির জায়গায় দাঁড়িয়ে জানালা দিয়ে একজন নারীকে প্রশ্ন করে যে, বিচ্ছিন্ন লাইন থেকে কেমনে বাতি জ্বালাচ্ছেন! সেই কথোপকথনের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে।

পর্বর্তীতে ঐ বাসার মালিক আব্দুল খালেকের স্ত্রী মাহফুজা এক অভিযোগপত্রে বলেন, পিডিপির লোকজন অবৈধভাবে আমার বাসায় ঢুকছে, আমার বাসার মালপত্র তছনছ করছে, আমার তিন ভরি স্বর্ণ ও ৮০ হাজার টাকা নিয়ে গেছেন।

তবে পিডিবি নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদার বলেন ভিন্ন কথা, আমি ঐ প্রবাসী আব্দুল খালেকের কাছ থেকে পিডিপির জমি উদ্ধার করেছি, তার বাসার অবৈধ লাইন কেটে দিয়েছি, সে আমাকে জমি উদ্ধার না করার জন্যে বারবার ঘুষ দিতে চেয়েছেন। তার ঘুষ আমি প্রত্যাখ্যান করেছি বলে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবির বলেন, একজন নারী অভিযোগ করেছে, আমরা বিষয়টি তদন্ত করে দেখতেছি।