গ্রন্থমেলায় আঞ্জুমান আরা অনুর প্রথম কাব্যগ্রন্থ ‘বিভাবন’

0
304

দিডেইলিনিউসান রিপোর্টঃ

ভালোবাসার গভীরতা, বিরহ- যন্ত্রনা ও কিছু রম্য-রসাত্মক কবিতার সংমিশ্রনে আঞ্জুমান আরা অনুর প্রথম কাব্যগ্রন্থ ‘বিভাবন’ অমর একুশে গ্রন্থমেলায় (২০২১) পাওয়া যাবে সোমবার থেকে।

অনুর ‘বিভাবন’ কাব্যগ্রন্থটি একুশে বইমেলার শব্দশৈলী প্রকাশনীর ৫৭০ ট, ঠ, ড, ঢ নং স্টলে (৫ এপ্রিল) সোমবার থেকে পাওয়া যাবে। এছাড়াও অনলাইন রকমারি.কম থেকে সংগ্রহ করা যাবে।

লেখার সাথে সখ্যতা আঞ্জুমান আরা অনুর অনেক আগে থেকেই কিন্ত এই প্রথম তার সৃষ্টি দুমলাটে আবদ্ধ হয়ে শব্দশৈলী (শব্দাঙ্গ) প্রকাশনার মাধ্যমে পাঠকদের হাতে পৌছতে যাচ্ছে।

নিজের বই সর্ম্পকে লেখক বলেন, ‘অমি কবি অথবা লেখক নই তবে ভালোবাসা থেকেই লিখি এবং আমার ভালোবাসার সৃষ্টি দু মলাটে আবদ্ধ করে পাঠকদের কাছে পৌছিয়ে দিতে চাই। আমার বিভিন্ন ভাবনা থেকে সহজ সরল ভাষায় বর্ণিত মূলত বিভাবন কাব্যগ্রন্থটির সৃষ্টি। আশা করি পাঠকদের ভালো লাগবে’।

দিনাজপুর থেকে এসএসসি এবং এইচএসসি সমাপ্ত করে দেশের অন্যতম বিদ্যাপিঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে বিএসসি এবং এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।

এরপর বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বুয়েট) গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণার কাজে যুক্ত হন। পাশাপাশি ইংরেজি পত্রিকা ‘দ্য এশিয়ান এজ’-এর সহকারী সম্পাদক হিসেবে যোগদান করেন।

বর্তমানে জাপানের অন্যতম সরকারি বৃত্তি মনবুকাগাকুশো (মেক্সট) লাভ করার মাধ্যমে জাপানে পিএইচডি করার সুযোগ পেয়েছেন।