করোনারোধে মাস্ক বিতরণ করলেন আ.লীগ নেতা জিএস সুমন সরকার

0
280

লিটন সরকার বাদল:

করোনার ভয়াল থাবায় লণ্ডভণ্ড তাবৎ দুনিয়া। কোনো অবস্থাতেই করোনা সংক্রমণ কমানো যাচ্ছে না। বিফলে যাচ্ছে টিকার কার্যকারিতাও । তবে এমন দুর্বিষহ অবস্থা থেকে পরিত্রাণ পেতে ভরসা কেবল সতর্ক ও সাবধানতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা। করোনার সংক্রমণ ঠেকাতে সরকার আপাদত স্বাস্থ্য বিধি মেনে চলার ওপর জোর দিচ্ছে।

শুক্রবার জুমা’র নামাযে বড় মসজিদে প্রবেশের সময় অধিকাংশ মুসল্লির মুখে মাস্ক ছিলো না।বিষয়টি নজরে আসে আ.লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জিএস সুমন সরকারের। তিনি তাৎক্ষণিক আগত মুসল্লিদেরকে মাস্ক বিতরণ করেন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেন।

আ.লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জিএস সুমন সরকার বলেন, প্রতি ঘন্টায় সাবান দিয়ে হাত ধুয়ে নিন। টানা ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে ভালো করে আঙ্গুলে ফাঁক পরিষ্কার করুন। হাতের সবথেকে বেশি ময়লা থাকে হাতের চেটোর উপরিতলে। যেহেতু তা বাইরের দিকে থাকে।

আমরা হাত দিয়ে খাই বলে হাতের তালু বেশি পরিষ্কার করি। তবে হাতের উপরিতলও পরিষ্কার রাখা সমানভাবে দরকার। হাঁচি ও কাশির সময় রুমাল অথবা টিস্যু ব্যবহার করুন। 

ব্যবহার করা টিস্যু ঢাকা দেওয়া ডাস্টবিনে ফেলুন। অ্যালকোহল বেসজ স্যানিটাইজার ব্যবহার করুন। বার বার চোখে মুখে হাত দেওয়া থেকে বিরত থাকুন। সরকারের দেয়া স্বাস্থ্য বিধি মেনে চলুন।

এ সময় সাথে ছিলেন পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো.মনির হোসেন সাঈদসহ আরো অনেকে।