গোপালগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচনের পুন:তফসিল ঘোষনার দাবি

0
181

গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিক:

আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির গোপালগঞ্জ ইউনিটের নির্বাচন স্থগিত করে মৃত ব্যক্তিদের নামসহ ভুলে ভরা ভোটার-তালিকা হালনাগাদ করে নির্বাচণের পুন: তফসিল ঘোষনার দাবি জানিয়েছেন নজরুল-সালাউদ্দিন প্যানেলের সদস্যরা।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরের মডেল স্কুল রোডস্থ তাদের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ দাবি জানান।

এসময় নজরুল-সালাউদ্দিন প্যানেলের সদস্য পদপ্রার্থী শেখ তৈয়াবুর রহমান, ওবায়দুর রহমান ও পর্শিয়া সুলতানা উপস্থিত ছিলেন।

সংবাদ-সম্মেলনে ওই প্যানেলের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী এস এম নজরুল ইসলাম ও সেক্রেটারী পদপ্রার্থী মোঃ সালাউদ্দিন খান অভিযোগ করে বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে গোপালগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের কোন নির্বাচণ হয়নি। সেখানে ভোটের অধিকার নিশ্চিত করতে আমরা প্যানেল দিয়েছি। কিন্তু প্রতিপক্ষ প্যানেলকে জয়ী করতে নির্বাচণ কমিশন মৃত ব্যক্তি ও ভূয়া ভোটারদের নামসহ ভোটার-তালিকা প্রণয়ন করেছেন।

এছাড়াও আমাদের প্রার্থীদের সুনাম ক্ষুন্ন করতে ষড়যন্ত্র করে রাতের আঁধারে আমাদের প্যানেলের নাম দিয়ে বিভিন্ন স্থানে পোষ্টার লাগানো হয়েছে; যে পোষ্টার আদৌ আমাদের করা নয়। এব্যাপারে লিখিত অভিযোগ দিলেও কর্তৃপক্ষ এখনও কোন ব্যবস্থা নেয়নি। তাই এ সংবাদ-সম্মেলনের মাধ্যমে আমরা গোপালগঞ্জ রেড-ক্রিসেন্ট ইউনিটের ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচণ স্থগিত করে এবং মৃত ও ভূয়া ব্যক্তিদের নাম বাদ দিয়ে ভোটার-তালিকা সংশোধনপূর্বক নির্বাচণের পুন:তপসিল ঘোষণার দাবি জানাচ্ছি।