গোপালগঞ্জে শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
142

গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিক:

দরজায় কড়া নাড়ছে শারদীয় দূর্গা পূজার আগমনী বার্তা। আর এবারের শারদীয় উৎসবকে নিরাপদ ও নির্বিঘœ রাখার লক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিপিএম – সেবা ।

বুধবার (২৯.০৯.২০২১) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে এবারের শারদীয় দূর্গা পূজা উদযাপনকে শতভাগ নিরাপদ ও নির্বিঘœ রাখার প্রত্যয়ে পুলিশের কর্ম পদ্ধতি ও পূজা উদযাপন কমিটির সমন্বয় শীর্ষক মত বিনিময় করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।

পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা’র সভাপত্বিতে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি ডা: অসিত কুমার মল্লিক ও সাধারণ সম্পাদক মনীন্দ্র নাথ বাড়ৈ।

এছাড়াও সার্বজনীন কালীবাড়ি সার্বজনীন মন্দিরের সভাপতি ডা: অরুণ কান্তি বিশ্বাস ও পাঁচ উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এ সভায় উপস্থিত ছিলেন। সভায় সকলেই তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

সভার শুরুতে পুলিশ সুপার সকলকে আসন্ন দূর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: আব্দুর রহমান আসন্ন দূর্গা পূজার ঝুঁকি ও ঝুঁকি মোকাবেলায় জেলা পুলিশ ও দূর্গা পূজা উদযাপন কমিটির কর্ম পন্থা উপস্থাপন করেন। সাদা পোষাকের পাশাপাশি পুরো পোষাকে (ইউনিফর্ম) পুলিশ মোতায়ন, সিসিটিভি স্থাপন ও দূর্গা পূজা উদযাপন কমিটির মাধ্যমে স্বেচ্ছাসেবক নিয়োগ করে নিরাপদ দূর্গা পূজা উদযাপন করার বিষয়ে আলোচনা হয়।

সভায় পুলিশ সুপার বলেন- “আমরা চাই , সবাই নিরাপদে এ উৎসব পালন করবেন এবং সার্বজনীন সম্প্রীতি বজায় রাখবেন। কোনো সাম্প্রদায়িক অপশক্তিকে কোনোভাবেই বিশৃঙ্খল আচরণ করার কোনো সুযোগ দেওয়া হবে না”
তিনি আরো বলেন-“সকলের আন্তরিক সহযোগিতা ও সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিরাপদ দূর্গা পূজা উদযাপন করবেন গোপালগঞ্জবাসি, আমরা এ প্রত্যাশাই করি।