গোপালগঞ্জে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সদর উপজেলা প্রশাসন

0
135

গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিক:

গোপালগঞ্জের প্রমত্তা মধুমতি নদীর ভাঙ্গনে সদর উপজেলাধীন জালালাবাদ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন, প্রদান করছে খাদ্য সহায়তা।

বৃহস্পতিবার জালালাবাদ ইউনিয়নের চর বড়ফা, ইছাখালি এবং ঘাগা ধলইতলা গ্রামের ২২ পরিবারের প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা ও ২০ কেজি করে চাল, ৩৫ জনকে ২০ কেজি করে চাল সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুর রহমান।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বেগম নিরুন্নাহার ইউসুফ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আলাউদ্দিন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান এম, সুপারুল ইসলাম টিকে প্রমূখ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুর রহমান এ প্রতিবেদককে জানান, জালালাবাদ ইউনিয়নের নদী ভাঙ্গনকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়ে পাশে আছি এবং এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে।