গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

0
250

গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিকঃ

“অনলাইনে খাজনা দেবো, ঘরে বসেই দাখিলা পাবো” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল ১০টায় সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

সকল ভূমি মালিকদেরকে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধে উৎসাহিত করে অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, এবছর ৩০ জুনের পর থেকে প্রচলিত (ম্যানুয়েল) পদ্ধতিতে আর ভূমি উন্নয়ন কর আদায় হবে না। ভূমির মালিকানা সংক্রান্ত জটিলতা এড়াতে প্রত্যেক ভূমি-মালিককেই অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে এবং নিবন্ধন-পরবর্তী ভূমি অফিসে যোগাযোগ করে মালিকানা সংক্রান্ত যাবতীয় তথ্য অনলাইনে এন্ট্রি নিশ্চিত করতে হবে। নিজে না পারলে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসেও নিবন্ধন করা যাবে।

তিনি আরো জানান, ভূমি মালিকদেরকে “দলিল, দখল ও দাখিলা” এই তিনটি বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ওসমান গণি, সহকারী কমিশনার মামুন খান, সহকারী কমিশনার মোঃ ইউসুফ। এসময় ভূমি-প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্যসহ সেবা গ্রহিতারা সেখানে উপস্থিত ছিলেন।