গোপালগঞ্জে ট্রাফিক সেবা সপ্তাহের উদ্বোধন করলেন পুলিশ সুপার

0
122

গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিক:

”পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন” এবং ”ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহায়তা করুন” প্রতিপাদ্যকে বিবেচনায় রেখে গোপালগঞ্জে ট্রাফিক সেবা সপ্তাহ – ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে।

আজ (সোমবার) গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে শহরের পুলিশ লাইন মোড়ে ট্রাফিক সেবা সপ্তাহের উদ্বোধন করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিপিএম (সেবা)।

এ উপলক্ষ্যে শহরে র‌্যালির মাধ্যমে ট্রাফিক আইন সচেতনতামূলক প্রচারণা চালায় ট্রাফিক পুলিশ। পাশাপাশি কোভিড ১৯ এর বিস্তার রোধে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

ট্রাফিক আইন মেনে চলার জন্য পরিবহন মালিক-শ্রমিক-চালক ও সর্বসাধারণের প্রতি আহবান এবং ট্রাফিক সেবা সপ্তাহের সাফল্য কামনা করে বিভিন্ন যানবাহনের চালকদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: সাখাওয়াত হোসেন, জেলা বাস মালিক সমিতির সভাপতি মো: ইলিয়াস হোসেন, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর মো: উজ্জ্বল শেখ, ট্রাফিক সার্জেন্ট কামরুল ইসলাম, টিএসআই আয়ন, শফিকুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।