কুষ্টিয়ায় ‘লবি ও এ্যাডভোকেসি’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
141

কুষ্ঠরোগে আক্রান্ত ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গঠিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের লবি ও এ্যাডভোকেসি বিষয়ে দক্ষতা বৃদ্ধির জন্য কুষ্টিয়া শহরের চাঁদ সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সোমবার একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ ও দি লেপ্রসি মিশন-নেদারল্যা-স এর সহোযোগিতায় “ফ্রি” প্রকল্পের অধীনে দিনব্যাপী উক্ত প্রশিক্ষণটি পরিচালিত হয়।

প্রশিক্ষণে কুষ্টিয়া জেলার কুষ্ঠ ও প্রতিবন্ধী জনগোষ্ঠী পরিচালিত তিনটি সংগঠন বা ফেডারেশনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত জ্ঞানী দলের সদস্য এবং যুবদের সমন্বয়ে গঠিত যুব দলের সদস্যসহ মোট ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।

সরকারী-বেসরকারী সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে কুষ্ঠ ও প্রতিবন্ধীদের নিয়ে গঠিত ফেডারেশন ও দলের নেতৃবৃন্দের লবি ও অ্যাডভোকেসি বিষয়ে দক্ষতা অর্জন করার লক্ষ্যে উক্ত প্রশিক্ষণটি পরিচালিত হয়। প্রশিক্ষণে অন্যান্য বিষয়ের পাশাপশি লবি ও অ্যাডভোকেসি বিষয়ক প্রাথমিক ধারনা, স্টেকহোল্ডার বিশ্লেষণ, দাবী বিষয়ক পত্র তৈরি, ম্যাসেজ ফ্রেমিং বিষয়েও আলোচনা করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন মুক্তি নারী ও শিশু উন্ন্য়ন সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী, বীর মুক্তি যোদ্ধা জনাব মমতাজ আরা বেগম। তিনি বলেন আমরা অসহায় হত-দরিদ্র, সুবিধা বঞ্চিত এবং কুষ্ঠ রোগে আক্রানÍ মানুষদের উন্নয়নের জন্য কাজ করতে পেরে, তাদের সেবা দিতে পেরে আনন্দ অনুভব করি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নাসিমা নাসরিন, দি লেপ্রসি মিশন ইন্টান্যাশনাল – বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার জনাব মাসুমা পারভীন এবং মুক্তি নারী ও শিশু উন্ন্য়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী জাহেদুল হক মতিন।

প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার এইপি ও ফ্রি প্রকপ্লের কো-অর্ডিনেটর জনাব আহসান হাবীব রিপন, এইপি প্রকল্পের প্রজেক্ট অফিসার ফারহানা আক্তার জুঁই, এইপি প্রক্লপের ফিল্ড অফিসার মোছাঃ রুপালী খাতুন, ফ্রি প্রক্লপের প্রজেক্ট অফিসার মোছাঃ সাবেরা সুলতানা, কমিউনিটি রিসোর্স পার্সন (সিআরপি) মোছাঃ রাশিদা খাতুন, মোছা ঃ মিতা খাতুন ও মোছাঃ শিউলি খাতুন।

প্রশিক্ষণটি পরিচালনা করেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল – বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার জনাব মাসুমা পারভীন ও প্রজেক্ট অফিসার জনাব সব্যসাচী সিনহা।