আষাঢ়ের শেষ দিনেও খরতাপ

0
196

টি এম কামাল :

পঞ্জিকা অনুযায়ী প্রকৃতিতে এখন বর্ষাকাল আষাঢ়ের শেষ দিন আজ বৃহস্পতিবার। গ্রীম্মের খরতাপে পানি ঢেলে দেয় যে আষাঢ়, সেই আষাঢ় এবার খরতাপ আরো উস্কে দিচ্ছে।

বাংলাদেশর প্রাকৃতিতে বর্ষা ঋতুর সূচনা হয়েছে এবার এক অদ্ভুত বৈরী আচরণ নিয়ে। বর্ষকালে সাধারণত তাপদাহের কথা শোনা না গেলেও, এই আষাঢ় জুড়েই চলছে বর্তমানে মাঝারী ধরনের তাপদাহ। বৃষ্টিবিহীন আষাঢ়ে ভ্যাপসা গরমে মানুষ যেন সেদ্ধ হচ্ছে।

অত্যাধিক গরমে সিরাজগঞ্জের কাজিপুরের ওপর দিয়ে বর্তমানে মাঝারী ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রার পারদ আর না বাড়লেও বৃষ্টিবিহীন অবস্থায় এই তাপদাহের আরো বিস্তৃতি ঘটার আশস্কা রয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী আরো দিন দুয়েক এ অবস্থা বহাল থাকতে পারে।

এরপর বৃষ্টি হলে গরম কাটবে। বাতাসে জলীয় বাম্পের পরিমাণ বর্তমানে বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে এবং মানুষ ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে। এই গরমকে আরো দুর্বিষহ করে তুলেছে। ঘেমে নেয়ে মানুষ যেন সেদ্ধ হচ্ছে। কোথাও একটু স্বস্তি নেই। বার বার গোসল করেও অসহ্য গরম থেকে পরিত্রাণ পাচ্ছে না মানুষ।