অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান

0
382

লিটন সরকার বাদল, দাউদকান্দি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গ্রামীণ দুঃস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

দাউদকান্দি উপজেলার ৩৯ জন মহিলার মাঝে বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৫ জুলাই ২০২১) সকালে, দাউদকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গণে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) ’র আওতায় দুস্থ মহিলাদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

সেলাই মেশিন বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।

প্রধান অতিথির বক্তব্যে মেজর মোহাম্মদ আলী (অব.) বলেন, বর্তমান সরকার নারী-পুরুষ উভয়কেই আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দাউদকান্দির ৩৯ জন বেকার অসহায়-দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করি, এবং সকল মহিলাদেরকে উপজেলার যুব ও মহিলা অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণের ধারা স্বাবলম্বী করে তোলা হবে বলে তিনি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিবউদ্দিন, উপজেলা মহিলা লীগের সভাপতি জেবুন্নেছা, সাধারণ সম্পাদীকা লায়লা হাসান, যুবলীগ নেতা বুদ্দুস সহ উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ।