0
176
আব্দুল্লাহ হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে মিজানুর রহমান ওরফে আব্দুল্লাহ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনেরা। আসামীদের গ্রেফতারে পুলিশের ভুমিকায় ন্যায় বিচার নিয়ে সংশয়ে পড়েছেন মামলার বাদি ও এলাকাবাসী।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রৌহা চান্দিনা চুনিয়াপটল (আরএনসি) উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গতকাল সোমবার দুপুরে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনেরা।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর চান্দিনা গ্রামের আমজাদ হোসেনের একমাত্র ছেলে মিজানুর রহমান ওরফে আব্দুল্লাহ। সে গত ২২ ফেব্রুয়ারী রাতে রৌহা বাজারে গিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় আমজাদ হোসেন গত ২৪ ফেব্রুয়ারী সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরেরদিন শুক্রবার সকালে বাড়ির পাশের ঝিনাই নদীতে আব্দুল্লাহর লাশ ভেসে উঠে।
নিহতের বাবা আমজাদ হোসেন বাদি হয়ে গত ২৬ ফেব্রুয়ারী কল্পনা আক্তারকে (৩৫) প্রধান আসামী করে ১১জনের বিরুদ্ধে  সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আসামীদেরকে গ্রেফতারে তালবাহানা শুরু করে। এতে ন্যায় বিচার নিয়ে শংসয়ে পড়েন মামলার বাদি ও স্বজনেরা। এ কারনে কয়েকদিন পর মামলার প্রধান আসামী কল্পনা আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এরপর আর কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সেই সময় থেকে আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী ও স্বজনেরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, আব্দুল্লাহর বাবা আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কুব্বাত হোসেন, সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন, মোতালেব হোসেন চাঁন, জিয়াউল হক, ঈসমাঈল হোসেন বাবুল, ৮নং ওয়ার্ড সদস্য মানিক মেম্বার প্রমুখ।