১০ আড়তদারকে ১লাখ ৪০ হাজার টাকা জরিমানা আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামে অভিযান

0
195


চট্টগ্রাম অফিস:
আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে নগরীর রিয়াজুদ্দিন বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারের নির্ধারিত ৩০টাকা কেজি আলু ৪০ টাকারও বেশি মূল্য রাখায় ১০টি আড়তদারকে প্রায় দেড়লাখ টাকা জরিমানা করেছে।

আজ মঙ্গলবার সকাল ৯ টা হতে বেলা ১২টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুকের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সরেজমিনে দেখা যায় সরকার পাইকারি ক্ষেত্রে আলুর দাম সর্বোচ্চ ৩০ টাকা কেজি নির্ধারণ করে দিলেও আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা ৪২ টাকার উপরে বিক্র‍য় করছিল।এমনকি খুচরা ব্যাবসায়ীদেরকে কোন ধরনের বিক্রয় রশিদ দেয়নি যার ফলে বিক্রয় রশিদ ও ক্রয় রশিদ দেখাতে পারেনি।অর্থাৎ দাম নিয়ে কারসাজির প্রমাণ মেলে। ফলে ১০ আড়তদার ও পাইকারি ব্যাবসায়ীকে অর্থদণ্ড করা হয়।

দণ্ডিত আড়তদারদের মধ্যে মেসার্স কুমিল্লা ট্রেডার্সকে ২০ হাজার, রফরফ বাণিজ্যালয়কে ২০হাজার, মেসার্স মক্কা বাণিজ্যালয়কে ২০হাজার, মেসার্স মামুন ট্রেডার্সকে ২০হাজার, মেসার্স মা বিতান ২০ হাজার, মেসার্স কুসুমপুরা বানিজ্যালয়কে ১০ হাজার, মেসার্স জননী ট্রেডার্সকে ১০হাজার, মেসার্স দাউদকান্দি বাণিজ্যালয় ১০ হাজার,নিউ রাজমহল বাণিজ্যালয়কে ৫ হাজার, মেসার্স আশীষ লালধর এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম বলেন, আমাদের বাজার মনিটরিং অব্যাহত আছে। তারপরও কিছু অসাধু ব্যাবসায়ী সরকারের বেঁধে দেয়া দামে আলু বিক্রয় না করার অভিযোগ আমাদের কাছে আসে। যার ফলে অভিযানে যারা দোষী তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কারণে আইনানুগ ব্যাবস্থা নেয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, যারা দাম কারসাজির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতদের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। ভবিষ্যতেও যারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আমাদের বাজার মনিটরিংসহ অভিযান অব্যাহত থাকবে।