হাম রুবেলা টিকাদানঃ গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে সিভিল সার্জনের মত বিনিময়

6
307

গোপালগঞ্জ প্রতিনিধি: 

গোপালগঞ্জে হাম রুবেলা এম আর ক্যাম্পেইন ২০২০ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ এর সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা: এসএম সাকিবুর রহমানের সঞ্চালনায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাম রুবেলা টিকাদান সম্পর্কিত তথ্যাদি উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স এন্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডা: ফাবিয়া হান্নান মনি।

বক্তারা জানান, আগামি ১২ ডিসেম্বর, ২০২০ থেকে ২৪ জানুয়ারী, ২০২১ পর্যন্ত ৯ মাস থেকে ১০ বছর বয়স পর্যন্ত শিশুদের এ টিকা দেয়া হবে। জেলার ৫টি উপজেলায় ২০৭ টি কেন্দ্র থেকে ২ লাখ ৭৫ হাজার ৭৩১ শিশুকে হাম রুবেলা টিকা প্রদান করা হবে।