হলি ফ্যামিলি হাসপাতালে চালু হলো বিশেষায়িত কিডনি ডায়ালাইসিস সেন্টার

0
246

বছরে ৪০ হাজার রোগী সেবা পাবেন

দি ডেইলি নিউসান নিউজ ডেস্ক:

বছরে ৪০ হাজার রোগীকে কিডনি ডায়ালাইসিস সেবা দেয়ার লক্ষ্যে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে বিশেষায়িত কিডনি ডায়ালাইসিস সেন্টার। জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিঃ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে এই সেন্টারটি স্থাপন করা হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ৩৬ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং সিলেট-৫ আসনের সংসদ সদস্য মো. হাফিজ আহমেদ মজুমদার এবং জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক সেন্টারটি উদ্বোধন করেন।

এসময় মো. হাফিজ আহমেদ মজুমদার বলেন, ‘‘আমরা জেএমআই গ্রুপের সাথে মিলে ১০০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছি। যার মধ্যে ৩৬টি শয্যা আজ থেকে চালু হলো। আগামী দুই মাসের মধ্যে এটিকে ৬৫ শয্যায় উন্নীত করা হবে।’’

অনুষ্ঠানে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, “দেশে অন্তত তিন লাখ মানুষ প্রতিবছর কিডনি জটিলতায় ভুগেন। যার মধ্যে ৩৫ থেকে ৪০ হাজার রোগী কিডনি বিকল হওয়ার সমস্যায় ভোগেন। কিন্তু তাদের মধ্যে সাত থেকে আট হাজার রোগী চিকিৎসা পান। বাকিরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।”

তিনি আরও বলেন, “কম খরচে আর্ন্তজাতিক মানের স্বাস্থ্যসেবা দিতে কাজ করে যাচ্ছে জেএমআই। এরই ধারাবহিকতায় কিডনি রোগীদের চিকিৎসা সেবায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের সাথে যৌথভাবে কাজ করছি। জেএমআই গ্রুপ সবসময় আর্তমানবতার সেবায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।“

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. হাবিবে মিল্লাত এমপি বলেন, “আমাদের এই উদ্যোগের মাধ্যমে স্বল্পমূল্যে আন্তজাতিক মানের কিডনি রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হবে।”

এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ দৌলতুজ্জামান, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের কোষাধ্যক্ষ এডভোকেট তাওহিদুর রহমান, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক প্রফেসার ডাঃ মোঃ মোর্শেদ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ, জেএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান, জেএমআই গ্রুপের র্নিবাহী পরিচালক তানভীর হোসেন সহ আরও অনেকে।

রেড ক্রিসেন্ট সোসাইটি একটি আর্ন্তজাতিক মানবিক সহায়তা সংস্থা। বাংলাদেশের বিভিন্ন মানবিক বিপর্যয়ে আর্তমানবতার সেবায় কাজ করে সংস্থাটি। সংস্থাটির বিধিমালা অনুযায়ী পরিচালিত হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল।

জেএমআই গ্রুপ দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে অন্যতম র্শীষ প্রতিষ্ঠান। প্রায় দুই যুগ ধরে বিশ্বমানের চিকিৎসা সরঞ্জাম উৎপাদন ও রপ্তানি করে আসছে। বিশ্বের ৩৬টি দেশে তারা তাদের উৎপাদিত চিকিৎসা সরঞ্জাম রপ্তানি করে থাকে। এছাড়াও, দেশে কিডনি ডায়ালাইসিস চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জামের বেশিরভাগই উৎপাদন ও সরবরাহ করে জেএমআই গ্রুপ।