সোলার প্লান্টের কর্মকর্তা-কর্মচারিরা অবরুদ্ধ সরিষাবাড়ীতে পিডিবির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদার অভিযোগ

0
232

সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে পিডিবির নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদারের বিরুদ্ধে চাঁদার অভিযোগ উঠেছে। চাঁদার দাবিতে ৩ মেগাওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ সোলার প্লান্টের কর্মকর্তা কর্মচারিদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকাল ৫টা থেকে সোলার প্লান্টের প্রধান গেট ও যাতায়াতের রাস্তায় বৈদ্যুতিক তারের ড্রাম ফেলে রোববার পর্যন্ত তাদের চলাচল বন্ধ করে অবরুদ্ধ করেছেন পিডিবির ওই প্রকৌশলী। এ ঘটনায় সোলার প্লান্টের ম্যানেজার প্রকৌশলী আনোয়ারুল কবীর সরকার, পিডিবির চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, জামালপুরের সরিষাবাড়ী পিডিবির বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের ৮ একর জায়গা-জমির উপর ২০১৭ সালে ৩ মেগাওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ সোলার প্লান্ট স্থাপন করা হয়। এ সোলার প্লান্ট স্থাপনকালে পিডিবির কাছ থেকে ২০ বছরের জন্য চুক্তিভিত্তিক ভাড়ার কথা উল্লেখ রয়েছে। এ চুক্তিভিত্তিক পর্যন্ত পিডিবির রাস্তা সোলার প্লান্টের কর্মকর্তা-কর্মচারিরা ব্যবহার করতে পারবে বলা হয়েছে। এতে সোলার প্লান্ট পিডিবিকে প্রতি বছর ১০ লাখ টাকা ভাড়া নিয়মিত দিয়ে আসছে সোলার প্লান্টের কর্মকর্তারা। গত তিন বছর ধরে সোলার প্লান্টের কর্মকর্তারা রাস্তা ব্যবহার করে আসছে হঠাৎ করে ৪জানুয়ারী সরিষাবাড়ী পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদার যোগদান করেন। যোগদানের পর থেকেই অনৈতিক ভাবে অতিরিক্ত (চাঁদা) সুবিধা দাবি করে আসছে সোলার প্লান্টের প্রকৌশলী আনোয়ারুল কবীর সরকারের কাছে। এ অতিরিক্ত সুবিধা না দেয়ায় শনিবার বিকাল ৫টার দিকে সোলার প্লান্টের প্রধান গেটসহ রাস্তায় পিডিবির বৈদ্যুতিক তারের ড্রাম ফেলে বন্ধ করে সোলার প্লান্টের কর্মকর্তা-কর্মচারিদের অবরুদ্ধ করে রাখে পিডিবির ওই কর্মকর্তা। এ সংবাদ পেয়ে স্থানীয় গনমাধ্যম কর্মীরা রোববার দুপুরে পিডিবি কার্যালয়ে যায়। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে নির্বাহী প্রকৌশলীর নির্দেশে তড়িঘড়ি করে সোলার প্লান্টের গেটে ও রাস্তায় রাখা বৈদ্যুতিক ড্রাম সরিয়ে ফেলে পিডিবির কর্মচারিরা।
সোলার প্লান্টের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ারুল কবীর সরকার জানান, পিডিবির নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদারের দাবি অনৈতিক আর্থিক অতিরিক্ত সুবিধা না দেয়ায় সোলার প্লান্টের গেটসহ রাস্তা বন্ধ করে আমাদেরকে অবরুদ্ধ করে রাখে। এ বিষয়ে সোলার প্লান্ট পিডিবির চেয়ারম্যান বরাবর নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
সরিষাবাড়ী পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, সোলার প্লান্টের ম্যানেজারের কাছে অতিরিক্ত আর্থিক সুবিধা চাওয়ার বিষয়টি মিথ্যা। তিনি আরও বলেন, পিডিবির গণসংযোগ বিভাগের কর্মকর্তাদের অনুমতি ছাড়া গণমাধ্যমকে কোন বক্তব্য দিতে পারবো না।