সুশান্ত হালদার’র কবিতা।

0
169

আগুন মানুষ

 

তাক করা রাইফেলে বুক পেতেছি

ট্রিগার টিপে দাও

মরেও ফিরে আসবো এই বাংলায়

কোথায় নেই আমরা?
চালের দোকানে মহাজনের কামরায়
চিৎ হয়ে শুয়ে আছি পদাঘাতে প্রতিরোধ গড়বার
যাকে তুমি প্রেয়সী বলে উলঙ্গ করেছো বারবার
তাকেও দিয়েছি খুনি হবার অসংখ্যবার আশ্বাস
জানি,খুন কোনো গণতান্ত্রিক পন্থা নয়
তবুও সত্য প্রতিষ্ঠায় কাউকে না কাউকে রক্তের হোলি খেলতেই হয়

প্রতিদ্বন্দ্বী হবে? আসো
দেখি সূর্যের ঝুঁটি ধরে থাকতে পারো কতকাল
পুড়ে যদি যাও পরাজয় তোমার,
আমি তো শত সহস্র সূর্যের অগ্ন্যুদগার
জন্মেই জ্বালিয়েছি চিতা অনির্বাণ
প্রতিদ্বন্দ্বী হবে? আসো
দেখি রক্তক্ষয়ী যুদ্ধে কতটা লোভী তোমার মানুষখেকো তলোয়ার
যদি রণে ভঙ্গ দাও পরাজয় তোমার,
আমি তো আছি ঠায় দাঁড়িয়ে…….
যেনো প্রতিশোধ স্পৃহায় ফিরে এসেছে জিউস পুত্র একিলিস আবার
জন্মেই দেখি আগুন মানুষের কী নিদারুণ অভাব

মারো যদি মেরে ফেলো
তা না হলে নিশ্চিত মৃত্যু তোমার!