সাপের কামড়ে শিশুর মৃত্যু, ১৫ ঘণ্টা ধরে চলছে ঝাড়ফুঁক

0
58


নিজস্ব সংবাদদাতা, জামালপুর:

জামালপুরের সরিষাবাড়ীতে সাপের কামড়ে সানোয়ার হোসেন (১৩) এক শিশু মৃত্যুর ১৫ ঘন্টা পরেও দাফন করা হয়নি। চলছে ওঝার ঝাঁড়ফুঁক।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) উপজেলার আওনা ইউনিয়নের স্থল গ্রামে শিশুটি মারা যায়। নিহত সানোয়ার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, তিনদিন আগে শিশু সানোয়ার তার বড়ভাই সাগর মিয়ার সাথে নানার বাড়ি বেড়াতে যায়। বৃহস্পতিবার রাতে সে বড়ভাইয়ের সাথে নানাবাড়ির পাশে ধানক্ষেতে টর্চলাইট দিয়ে মাছ ধরতে বের হয়। এসময় সানোয়ারের পায়ে সাপে কামড় দেয়।

রাতেই শিশুকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সানোয়ারের মা বলেন, শুনেছি ওঝার ঝাড়ফুঁকে ভালো হয় তাই বাঁচানোর চেষ্টা করেছি।


এদিকে সানোয়ারের লাশ ফের নানার বাড়িতে নিয়ে দাফনের ব্যবস্থা না করে স্থানীয় ওঝা বাহার মিয়ার মাধ্যমে ঝাড়ফুঁক শুরু করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির ঝাড়ফুঁক চলছিল।

আওনা ইউনিয়নের চেয়ারম্যান বেল্লাল হোসেন বলেন, আমি খবর পেয়ে ওই বাড়িতে যাচ্ছি। দ্রুত মাটি দেওয়ার ব্যবস্থা করা হবে।