সরিষাবাড়ী পৌরসভা নির্বাচন ১৮টির মধ্যে ৯টি ভোট কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ

0
216

সরিষাবাড়ী প্রতিনিধি : ৩০ জানুয়ারি তৃতীয় ধাপের জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে ১৮টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৯টি ভোট কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে পুলিশ। এ ভোট কেন্দ্র গুলো হল-আরামনগর কামিল মাদ্রাসা, সরিষাবাড়ী বালিকা মাদ্রাসা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, উত্তর বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর,ইউ,টি উচ্চ বিদ্যালয়, মাহমুদা সালাম মহিলা কলেজ, পঞ্চপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাউসি গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জানা যায়, সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনকে ঘিরে সুষ্ঠু নির্বাচন নিয়ে নানা আশংকায় রয়েছে, সাধারন নারী-পুরুষ ভোটাররা। ১১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ প্রতীক নিয়ে আ’লীগ দলীয় মেয়র প্রার্থীসহ সাধারন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে আসছে। এতে বিএনপি দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর (বিএনপি বিদ্রোহী) নির্বাচনীর মাঠে কোনো প্রচার-প্রচারনা দেখা যায়নি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করিম জানান, সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে ১৮টি ভোট কেন্দ্রের মধ্যে সব গুলোই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ৯টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।