সরিষাবাড়ী পিডিবি’র সেচ সংযোগ নিয়ে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচার

0
156

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের সরিষাবাড়ীতে পিডিবি’র (বিক্রয় ও বিতরণ বিভাগ) সেচ সংযোগকে কেন্দ্র করে নির্বাহী প্রকৌশলী মোঃ আবুবকর তালুকদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার সামর্থবাড়ি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে খোরশেদ আলম ও খুররম আজাদ নিজেদের একবিচারিক বিশ্ব সরকারের প্রতিনিধি পরিচয়ে নিজস্ব পরিপত্র ও টাকা আদায়ের রশিদ বানায় এবং মাইকিং করে এলাকায় অবৈধ সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রতিমাসে টাকা আদায় করে। এ বিষয়টিও জানার পর নির্বাহী প্রকৌশলী অভিযান পরিচালনা ও তাদের বিরুদ্ধে গত ৮ই মার্চ বিদ্যুৎ আদালত, জামালপুরে একাধিক মামলা রুজু করেন।

অপরদিকে বাউসী উত্তরপাড়া গ্রামের সমেষ শেখের ছেলে রফিকুল ইসলাম দালালচক্রের মাধ্যমে বাড়ির আঙিনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে একটি অগভীর নলকূপ স্থাপন করে। পিডিবি’র নির্বাহী প্রকৌশলী মোঃ আবুবকর তালুকদার বিষয়টি জানার পর গত ২৩ শে মে অভিযান চালিয়ে অবৈধ সংযোগটি বিচ্ছিন্নসহ রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা রুজু করেন।

পিডিবি’র নির্বাহী প্রকৌশলী মোঃ আবুবকর তালুকদার লিখিত অভিযোগে জানান, অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তিনি একটি চক্রের আক্রোশের শিকার হয়েছেন। গত ২২শে মে একটি অনলাইনমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার করা হয়। অনলাইন সংবাদে তার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে, ইউএনও উপমা ফারিসা ও বিএডিসি’র উপ-সহকারী প্রকৌশলী মাকসুদুল হকের স্বাক্ষর জাল করে নির্বাহী প্রকৌশলী ব্যাগ ডেটে রফিকুল ইসলামকে বিদ্যুৎ সংযোগ অনুমোদন দিয়েছেন। যা মিথ্যা ও ভিত্তিহীন বলে তিনি দাবী করেন।

অপরদিকে গ্রাহক রফিকুল ইসলাম জানান, সংযোগ বিচ্ছিন্ন করার আগেরদিন পর্যন্ত নির্বাহী প্রকৌশলীর সাথে তার কখনো সাক্ষাত হয়নি এবং সেচ সংযোগের জন্য তাকে কোনো টাকাও দেননি।