সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি শিবলুর বহিস্কারাদেশ প্রত্যাহার

0
237


ছবিঃ সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেইন শিবলু।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীর উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলুর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের এক জরুরী বৈঠক শেষে শনিবার (১৯ ডিসেম্বর) জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালালের যৌথ স্বাক্ষরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ জারি করে।

দলীয় সুত্রে জানা যায়, ২০১৯ সালের ১৮ এপ্রিল তারিখে আল আমিন হোসাইন শিবল তার ব্যাক্তিগত আইডি ফেইসবুক থেকে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বর্তমান তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এম.পি কে নিয়ে মন্তব্য করায় ২০ এপ্রিল ২০১৯ তারিখে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু’কে সাময়িক বহিষ্কার এবং কারণ দর্শানোর নোটিশ দেয়া জেলা ছাত্রলীগের। আল আমিন হোসেন শিবলুর কারণ দর্শানোর জবাবের পরিপ্রেক্ষিতে বহিস্কারাদেশ প্রত্যাহার করে জেলা ছাত্রলীগ।

এ ব্যাপারে আল আমিন হোসাইন শিবলু জানান, ‘কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি , জেলা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ,সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে। সেই সাথে আরো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তেজগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং তেজগাঁ কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ স্যারকে।

অতীতের ভুলগুলোকে সুদরিয়ে সামনে এগিয়ে যেতে চাই। উপজেলার সকল ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করার অঙ্গিকার করেন।