সরিষাবাড়ীতে ২৯৫টি ভূমিহীন পরিবার পেল জমি ও ঘর

0
252


সরিষাবাড়ী  প্রতিনিধি ঃ
মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে জামালপুরের সরিষাবাড়ীতে ২৯৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর ও জমি পেয়েছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করার পর উপকারভোহী পরিবারগুলোকে ঘরের সনদ প্রদান এবং জমির কবুলিত দলিল হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজন করা হয় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর ও জমির কবুলিয়ত দলিল হস্তান্তর অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিভিও কনফারেন্সিং এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর ও জমি উপহার কার্যক্রমের উদ্বোধন ঘোষণার পর সরিষাবাড়ী উপজেলার ২৯৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদানের সনদ ও জমির কবুলিয়ত দলিল হস্তান্তর করেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি।

এর আগে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আজকের এই দিনে বাংলাদেশ গোটা পৃথিবীতে অনন্য একটি দৃষ্টান্ত স্থাপন করলো। ভূমিহীন ও গৃহহীনদের নতুন স্বপ্ন পূরণে সরকারের এই সাফল্য মুজিববর্ষকে ইতিহাসে মহিমান্বিত করে রাখবে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুুুমায়ুন কবীরসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপকারভোগী ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।