জমি সংক্রান্ত বিরোধের জের সরিষাবাড়ীতে হামলা সংঘর্ষ আহত ১০

0
339


সরিষাবাড়ী  প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামের মৃত মনিরুজ্জামান পুলিশের ছেলে মানিক মিয়ার বসত বাড়ির সীমানার জমি নিয়ে প্রতিবেশী শাজাহান মুন্সীর ছেলে ফরহাদ হোসেনের বিরোধ চলে আসছে। এ সীমানার জমি নিয়ে মাঝে মধ্যেই দখলের চেষ্ঠা চালায় ফরহাদ হোসেন। মানিক মিয়াসহ তার পরিবারের লোজনের উপর মানোসিক র্নিযাতন চালিয়ে আসছিল। একপর্যায় সোমবার সকালে ওই বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা চালায় ফরহাদ হোসেনসহ তার সর্মথকরা। এতে বাধা দেয় মানিক মিয়া ও তার পরিবারের লোকজন। এ সময় ফরহাদ হোসেনের সর্মথকরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দা,রামদা, লাঠিসোটা নিয়ে হামলা চালায় । এতে মানিক মিয়ার পরিবারের ১০ আহত হয়েছে। গুরুতর আহতদে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মানিক মিয়ার ছোট বোন রীনা বেগম বাদি হয়ে ফরহাদ হোসেনকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পর খোরশেদ আলম ও ফুলমতি বেগম নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, সংর্ঘষের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। দুই জনকে গ্রেফতার করা হয়েছে।