সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা

0
190

সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা
সরিষাবাড়ী  প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে কামাল হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। শনিবার রাত ৮টার দিকে পৌর সভার বাউসী মাগুরীয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌর বাউসী মাগুরিয়া পাড়া গ্রামের সরাফত আলী ফকিরের ছেলে কামাল হোসেন(৩২)। তিনি ব্যবসা করেন, একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে মুস্তাকিন মিয়ার সাথে নদী থেকে বালু উত্তোলন নিয়ে বিরোধ চলে আসছিল কামাল হোসেনের। মুস্তাকিন মিয়া অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। এতে বালু উত্তোলনে বাধাঁ দেয় কামাল হোসেন। এ ঘটনায় কামাল হোসেন ও মুস্তাকিন মিয়ার মধ্যে বিরোধ চরমে উঠে। হঠাৎ শনিবার রাত ৮টার দিকে কামাল হোসেন বাড়ীর পাশে রাস্তার মোড়ে চায়ের দোকানে গেলে মুস্তাকিন মিয়া ও তার সর্মথক ১৫/২০ জনের একটি দল লাটিসোটা, ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলা চালিয়ে এলোপাথারী পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় স্থীনীয় লোকজন ঘটনাস্থলে পৌছলে সন্ত্রাসীরা চলে যায়। গুরুতর আহত কামাল হোসেনকে উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, এ ঘটনার কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।