সরিষাবাড়ীতে বাস চাপায় চাচা-ভাতিজার মৃত্যু

0
259

সরিষাবাড়ী সরিষাবাড়ী   জামালপুরের সরিষাবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই চাচা ভাতিজা মৃত্যু হয়েছে । বুধবার সকাল সাড়ে ৬টার দিকে  সরিষাবাড়ী-দিগপাইত মহা- সড়কে পৌরসভার বাউশি ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কামরাবাদ ইউনিয়নের চরবড়বাড়িয়া গ্রামের মোজ্জামেল হকের ছেলে সাইদুর ইসলাম ও তার ভাই খোকন মিয়ার ছেলে আকাশ মিয়া  । আকাশ সরিষাবাড়ী আর,ডি এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মোজ্জামেল হকের ছেলে সাইদুর ইসলাম (২২) ও তার ভাই খোকন মিয়ার ছেলে আকাশ মিয়া (১৪)। নিহত সাইদুর ইসলাম ও আকাশ মিয়া বুধবার সকালে ৬টায় দিকে বড়বাড়ীয়া গ্রামের নিজ বাড়ী থেকে মোটরসাইকেল যোগে স্থানীয় বাউশি বাজারের দিকে যাচ্ছিল। এ সময় পথিমধ্যে বাউশি ব্রীজ সংলগ্ন এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা সরিষাবাড়ীগামী ভাই ভাই এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহীবাস ও সরিষাবাড়ী তারাকান্দ্রি থেকে ছেড়ে আসা  একটি ট্রাকের সাথে রাস্তা ক্রসিংক হওয়ার সময় ওই দুই জন মটরসাইকেল আরোহীকে ট্রাকে  ধাক্কা দেয়। এর ফলে ছিটকে পড়ে সরিষাবাড়ী গামী আসা বাসের চাকায় পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক ট্রাক ও বাসটি দ্রুতগতিতে স্থান ত্যাগ করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স  তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মো. ফজলুল করীম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইটি লাশ উদ্ধার করেছে। ঘাতক বাসটিকে আটক করা যায়নি। বুধবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।