সরিষাবাড়ীতে বাবার উপর অভিমান করে ছেলের আত্মহত্যা

0
223

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে মাহিন মিয়া (১১) নামে এক মাদ্রাসার শিক্ষার্থী পরিবারের উপর অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে অভিযো উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পিংনা ইউনিয়নের চিতলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ বিকালে লাশ করে থানায় নিয়ে যায়।

স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, নিহত মাহিন উপজেলার পিংনা ইউনিয়নের চিতলাপাড়া গ্রামের সুরুজ্জামানের ছেলে ও পিংনা নুরানী তামিমুল কোরআন মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র। সোমবার বিকালে মাহিন প্রতিবেশীর গাছ থেকে ডাব পেয়ে খায়। বিষয়টি তার পরিবারকে জানানো হলে মাহিনকে বকাবকি ও মারধর করে বাবা সুরুজ্জামান। পরে পরিবারের উপর অভিমান করে নিজ ঘরের ধন্যার সাথে উডনা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে স্থানীয়রা জানায়।

নিহত মাহিনের মা মাসুদা বেগম জানান, মাহিন ছোট থেকেই দুষ্ট প্রকৃতির। মাঝে মধ্যে বাড়ি থেকে চলে গিয়ে চার পাঁচ দিন পর পর বাড়ীতে ফিরতো। এনিয়ে বকাবকি করলে রাগ করে থাকতো। মঙ্ঘলবার সকাল ১১টার দিকে মাহিন ঘরের দরজা বন্ধ করে কি যেন করতে ছিল। বাহির থেকে ডাকাডাকি করলে সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে গেলে ছেলেকে ঘরের ধন্যার সাথে গলায় উড়না প্যাচানো অবস্থায় ঝুলন্ত দেখাতে পায়। পরে পরিবারের লোকজন মৃত অবস্থায় তাকে মাটিতে নামায়।
এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ তরিকুল ইসলাম কালের কন্ঠকে বলেন, আত্মহত্যার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে।