সরিষাবাড়ীতে প্রাণী চিকিৎসকদের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত 

4
275
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে গবাদিপশুর স্বাস্থ্য রক্ষায় প্রাণী চিকিৎসকদের নিয়ে দিনব্যাপী বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারী) এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড এনিম্যাল হেলথ ডিভিশনের আয়োজনে আরামনগর কামিল মাদ্রাসার হল মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসের উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (স্বাস্থ্য) আব্দুল বারী।
এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের পি এম ডি ডাক্তার মাফিজুল ইসলাম মৃদুল কর্মশালার প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন। কর্মশালায় গবাদিপশুর রোগ প্রতিরোধ পরিকল্পনা এবং খামার ব্যবস্থাপনা বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। এছাড়াও এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড এনিম্যাল হেলথ ডিভিশন কতৃক যে সকল প্রডাক্ট বাজারজাত করা হয় সে গুলোর বিশেষত্ব, কার্যকারিতা এবং উপকারিতা সহজভাবে তুলে ধরে বক্তব্য রাখেন ডাক্তার মাফিজুল ইসলাম মৃদুল।
এতে অন্যান্যের মধ্যে উপজেলা প্রাণী সম্পদ অফিসের সম্প্রসারণ কর্মকর্তা জামাল উদ্দিন বাদশা, এ আই টেকনিশিয়ান ভবানিপুর এলাকায় আব্দুস সাত্তার, এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড টাংগাইল জেলার সিনিয়র এরিয়া ম্যানেজার মিজানুর রহমান প্রমুখ।
বৈজ্ঞানিক কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৫৩ জন প্রাণী চিকিৎসক অংশ নেয়।