সরিষাবাড়ীতে পৌরসভা নির্বাচন বিএনপির বর্জন প্রিজাইডিং অফিসারসহ আটক ৫ ভোট কেন্দ্র স্থগিত

0
249

সরিষাবাড়ী  প্রতিনিধি : ভোট জালিয়াতি ও ছিনতাইয়ের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ীতে পৌরসভা নির্বাচন বর্জন ঘোষনা করেছে বিএনপি। ব্যালট পেপার জালিয়াতির অভিযোগে প্রিজাইডিং অফিসার ও প্রার্থীর সমর্থকসহ ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন-প্রিজাইডিং অফিসার মাহবুবুল আলম তরফদার, সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুল মোতালেব ও শাহবুদ্দিন আহম্মেদ এবং ডালিম প্রতীক সাধারন কাউন্সিলর প্রার্থী সুরুজ্জামানের সমর্থক মো. রাকিব ও উটপাখী প্রতীক সাধারন কাউন্সিলর প্রার্থী লিটন মিয়ার সমর্থক বিশু মিয়া।
জানা যায়, তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে সরিষাবাড়ীতে শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়। এ নির্বাচনে সরিষাবাড়ী পৌরসভায় ১৮টি কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল দৃশ্যমান। ভোট চলাকালে সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের ভোট গ্রহন চললেও অধিকাংশ কেন্দ্রে মেয়র প্রার্থীদের ব্যালট শেষ হয়ে যায় বলে অভিযোগ উঠে। এ অভিযোগে পৌরসভার ২নং ওয়ার্ডের রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টার দিকে মেয়র প্রার্থীর ব্যালট না পাওয়ায় প্রিজাইডিং অফিসার মাহবুবুল আলম তরফদার, সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুল মোতালেব ও শাহবুদ্দিন আহম্মেদকে আটক করা হয়। পরে কেন্দ্রটি স্থগিত ঘোষনা করেন রির্টানিং অফিসার গোলাম মোস্তফা। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭৬৭। অপর দিকে, পৌরসভার ১নং ওয়ার্ডের সরিষাবাড়ী কামিল মাদ্রাসা কেন্দ্রে ডালিম প্রতীকের সাধারন কাউন্সিলর প্রার্থী সুরুজ্জামানের সমর্থক রাকিব মিয়া ও উটপাখী প্রতীকের সাধারন কাউন্সিলর প্রার্থী লিটন মিয়ার সমর্থক বিশু মিয়াকে কেন্দ্রে বারবার প্রবেশে করার অভিযোগে আটক করে পুলিশ। এ নির্বাচনে ভোট জালিয়াতি, ছিনতাই ও ভোট কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগে দলীয় কার্যালয়ে বিএনপির মনোনিত প্রার্থী উপজেলা যুবদলের আহবায়ক ফয়জুল কবির তালুকদার শাহীন সংবাদ সম্মেলন করে দুপুর ২টার দিকে নির্বাচন বর্জনের ঘোষনা দেন। অপরদিকে বাউসী বাঙ্গালী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে দুই কাউন্সিলর পার্থীর মধ্যে মারধরের ঘটনা ঘটে। পাঞ্জাবী প্রতীকের পার্থী আফছার উদ্দিন অভিযোগ করে জানান, আমর প্রতিদ›িদ্ব পার্থী উটপাখী প্রতীকের মুফাজ্জল হোসেন জালিয়াতি করে ভোট নেয়ার সময় বাধাঁ দিলে আমার উপর হামলা করে মারধর করে।
এ ব্যাপারে রির্টানিং অফিসার গোলাম মোস্তফা জানান, পৌরসভার ২নং ওয়ার্ডের রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টার দিকে মেয়র প্রার্থীদের ব্যালট না পাওয়ায় প্রিজাইডিং অফিসারসহ সহকারী প্রিজাইডিংদের আটক করা হয়। পরে দুপুর একটার দিকে কেন্দ্রটি স্থগিত করা হয়।