সরিষাবাড়ীতে একই বাড়ি থেকে ১০টি গরু চুরি

0
275

ছবি : সরিষাবাড়ীতে গরু চুরির হতাশায় গোয়াল ঘরে মাথায় হাত দিয়ে বসে আছেন ক্ষতিগ্রস্থ কৃষক সায়েব আলী

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে সোমবার দিবাগত রাতে একই বাড়ির তিন কৃষক পরিবারের ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, উপজেলার বড়বাড়িয়া দক্ষিণপাড়ার মৃত রসুল মাহমুদের ছেলে কৃষক নায়েব আলী, তার ভাই সায়েব আলী ও আবুল মÐলের ছেলে খোরশেদ আলী প্রতিদিনের মতো সোমবার রাতে তাদের গরুগুলো গোয়ালে তোলে শুয়ে পড়েন। মঙ্গলবার ভোরে সায়েব আলী ফজর নামাজের জন্য বাইরে গেলে দেখেন, গোয়াল ঘর থেকে তার ৪টি গরু উধাও। পরে বাড়ির লোকজন দেখতে পান, নায়েব আলীর ৪টি ও খোরশেদ আলীর ২টি গরুও চুরি হয়ে গেছে। কৃষক সায়েব আলী জানান, তার নিজের দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তিন পরিবার মিলে গরুগুলোর দাম পাঁচ লক্ষাধিক টাকা। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, গরু চুরির বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর আটকের চেষ্টা চলছে।