সরিষাবাড়ীতে অভিমানে গৃহবধূর আত্মহত্যা 

0
287
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে পরিবারের ওপর অভিমান করে রাশেদা বেগম নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের স্থল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল পশ্চিমপাড়া এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে আরচু মিয়ার সাথে ৩০ বছর আগে একই গ্রামের মোগর আলীর মেয়ে রাশেদা বেগমের বিয়ে হয়। গত বছরের শেষ দিকে হঠাৎ রাশেদা বেগম স্ট্রোক করেন। এ নিয়ে পরিবারের সদস্যদের কাছে তিনি অবহেলার পাত্রী হয়ে পড়েন। পরিবারের কেউ তার প্রতি ভাল আচরন করতো না। ফলে পরিবারের প্রতি রাশেদা বেগমের মনে অভিমানের সৃষ্টি হয়।
একপর্যায়ে শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে বসত ঘরের ধর্নার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাশেদা বেগম (৪৫)। পরে পরিবারের লোকজন তাকে খোঁজতে গিয়ে রাশেেদাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশ সংবাদ পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে মৃতের লাশ উদ্ধার করে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। শনিবার মৃতের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা মর্গে পাঠানো হবে বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে আওনা ইউপি চেয়ারম্যান বেল্লাল হোসেন বলেন, রাশেদা বেগম অসুস্থ হওয়ার পর থেকে পরিবারের লোকজন তার তেমন খোঁজ-খবর নেয়নি। তিনি পরিবারের কাছে মুল্যহীন হয়ে পড়েন। এসব কারনে তিনি পরিবারের উপর অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারেন বলেও তিনি জানান।
এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (উপ-পরিদর্শক) আব্দুল লতিফ জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শনিবার ( ১৯ মার্চ) সকালে মৃতের লাশ জেলা মর্গে পাঠানো হবে।