সরিষাবাড়িতে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামীর মনোনয়ন পত্র বাতিল

0
268
সরিষাবাড়ী প্রতিনিধি ঃ জামালপুরের সরিষাবাড়ীতে আব্দুল হামিদ মেম্বার নামে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামীর মনোনয়ন পত্র বাতিল করেছে জেলা নিবার্চন কমিশন। আসন্ন সরিষাবাড়ী পৌর তৃতীয় ধাপে নিবার্চনে ৩১ ডিসেম্বর তথ্য গোপন করে ৫নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন জমা দেন আব্দুল হামিদ। ৩ জানুয়ারি (২০২১) যাচাই বাচাই শেষে জেলা নিবার্চন কমিশন নারী ও শিশু নিযার্তন মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল হামিদ মেম্বার। তথ্য গোপন করে আগামী পৌর সভা নিবার্চনে ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পার্থী মনোনয়ন জমা দেন সরিষাবাড়ী নিবার্চন কার্যালয়ে। জানা যায়, নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনাল মামলা নং ৮১১/০৩ সরিষাবাড়ী থানা মামলা নং ১১, তারিখ ১৯/০৬/২০০১ সালে শিমলাপল্লী গ্রামের মৃত আঃ রহমান কাজী ছেলে আঃ হামিদ মেম্বারকে আসামী করে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ১৩ বছর পর ২৩/০৪/২০১৪ইং সালে নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনাল, জামালপুর আদালত ২০০০ এর ৭ ধারার অভিযোগে ১৪ বছর সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়।