সরিষাবাড়ীতে মৎস্য সপ্তাহের উদ্বোধন 

0
118
সরিষাবাড়ী( জামালপুর ) প্রতিনিধিঃ
“নিরাপদ মাছে ভরবো দেশ ,বঙ্গবন্ধুর বাংলাদেশ “এ প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সরিষাবাড়ী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে শনিবার (২৩ জুলাই) দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে এ উদ্বোধন করা হয়।
মতবিনিময় কালে সরিষাবাড়ী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্য সরিষাবাড়ীর মৎস্য বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেন । তিনি বলেন উপজেলায় ৭ হাজার ৭১৮ মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে । এর মধ্যে চাহিদার তুলনায় উৎপাদন হচ্ছে ৬ হাজার ১০২ মেট্রিক টন। এতে ১হাজার ৬১৫ মেট্রিক টন ঘাটতি রয়েছে বলে জানান । সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই ঘাটতি পূরণের সম্ভাব্য চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।
এ সময় মাছ সম্প্রসারণ কর্মকর্তা আবু সাইদ ফেক্টর সহকারী বেলাল হোসেন সহ অফিসের অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।