সরিষাবাড়ীতে বাছাইপর্বে এক নৌকার প্রার্থী বাতিল

0
146
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৭ ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকা প্রতীকের ৭ প্রার্থীর মধ্যে একজন বাদ পড়েছেন। এছাড়া দলের একজন বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
তারা হলেন ৪নং আওনা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বেল্লাল হোসেন এবং ১নং সাতপোয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীন বাবলু।
সোমবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্বে তারা বাদ পড়েন। এরমধ্যে বেল্লাল হোসেনের সরকারি ডিলারশিপ থাকায় মনোনয়নপত্র বাতিল হয়।
আওনা ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, বেল্লাল হোসেনের ‘মেসার্স বি হোসেন’ নামে সরকারি সার সরবরাহের ডিলারশিপ রয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর (২৬) (২) (ছ) ধারা মোতাবেক সরকারি আর্থিক সুবিধাপ্রাপ্ত হওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না, বিধায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সাতপোয়া ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকায় জয়নাল আবেদীন বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বেল্লাল হোসেন আবেদন দিয়েছিলেন।  সময়ের অভাবে সেটা দেখা হয়নি।
এব্যাপারে আওনা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বেল্লাল হোসেন বলেন, ডিলারশিপ নাম পরিবর্তনের জন্য কৃষি কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছিল। এটা ঐ কর্মকর্তার গাফিলতি। আমি রিটার্নিং অফিসারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবো।