সরিষাবাড়ীতে নানা আয়োজনে গণহত্যা দিবস পালিত

0
48


নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের সরিষাবাড়ীতে নানা আয়োজনে
বারইপটল শহীদনগর গণহত্যা দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল শহীদনগর বেদি প্রাঙ্গণে শহীদদের স্মরণে এ দিবসে নানা কর্মসূচির আয়োজন করে শহীদনগর গণহত্যা দিবস পালন কমিটি।

এসব কর্মসূচির মধ্যে ছিলো-বারইপটল- ফুলদহের পাড়া শহীদ বেদি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন,শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ,স্বরণ সভা ও দোয়া মাহফিল।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন যুদ্ধকালীন সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল,জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুজাত আলী,বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলুসহ আরো অনেকেই।

জানা যায়,১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল-ফুলদহের পাড়া এলাকায় নৃশংস গণহত্যা চালিয়। এসময় ১২ জন বীর মুক্তিযোদ্ধাসহ ৫৬ নারী-পুরুষ ও শিশুকে হত্যা করে। এছাড়াও বর্বরোচিত হামলা চালিয়ে ব্যাপক লুটপাট করে।