“শ্রেষ্ঠ সমাজসেবক ও মোটিভেশনাল ব্যক্তিত্ব” পদক পাচ্ছেন মেজর মোহাম্মদ আলী (অব.)

0
143

লিটন সরকার বাদল, দাউদকান্দি, কুমিল্লা:

সেফকিপার-চ্যানেল আই মিডিয়া পদক ২০২০-এ “শ্রেষ্ঠ সমাজসেবক ও মোটিভেশনাল ব্যক্তিত্ব” সম্মাননা পাচ্ছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি ২০২১) সন্ধ্যায় চ্যানল আই কর্তৃপক্ষের পাঠানো এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টায় চ্যানলে আই চেতনা চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মেজর মোহাম্মদ আলী (অব.)সহ অন্যান্য ক্যাটাগরিতে মনোনীত বিজয়ীদের হাতে এ পুরস্কার প্রদান করা হবে।

বাংলাদেশে এই প্রথম ডিজিটাল প্লাটফর্মে বিভিন্ন ক্ষেত্রে অবদান ও শ্রেষ্ঠত্বের জন্য চ্যানেল আই আয়োজন করেছে “সেফকিপার-চ্যানেল আই মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০”।

উল্লেখ্য, এর আগে কাজের স্বীকৃতি হিসেবে কুমিল্লা জেলায় টানা দুইবার এবং চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান (২০১৭) নির্বাচিত হন মোহাম্মদ আলী। টানা দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকায় করেছেন ব্যাপক উন্নয়ন।

অনুসন্ধানে জানা যায়, মহামারী করোনাকাল এবং বিগত লকডাউনে সার্বক্ষণিক এলাকায় থেকে তার সেবামূলক উদ্যোগগুলো সারাদেশে প্রশংসিত হয়। বিশেষ করে, তার উদ্যোগে দাউদকান্দিতে দেশের প্রথম ভ্রাম্যমাণ করোনার স্যাম্পল সংগ্রহ ব্যুথ চালু, সকল ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মাঝে পিপিই বিতরণ, জেলার মধ্যে উপজেলাভিত্তিক প্রথম বিশ শয্যাবিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন স্থাপন, বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান, করোনা রোগীদের সেবায় বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছানো এবং অসুস্থ করোনা রোগীদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে খাদ্যসেবা নিশ্চিত করা ও প্রত্যন্ত গ্রামের রোগীদের জন্য ত্রি-হুইলার অ্যাম্বুলেন্স চালু করেন। পাশাপাশি, করোনাকালে শ্রমিক না পাওয়ায় কৃষকের ধান ঘরে তোলতে না পারার সংকটে, নিজস্ব অর্থায়নে কম্বাইন হারবেস্টার কেনার ব্যবস্থা করেন এবং হারভেস্টার মেশিন দিয়ে উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের মাধ্যমে বিনামূল্যে ১ মাসে কৃষকের প্রায় ১০ হেক্টর জমির ধান কেটে দেন- এতে স্থানীয় কৃষকরা ব্যাপক উপকৃত হন।

একইসঙ্গে মেজর মোহাম্মদ আলী (অব.) সামাজিক সচেতনা বাড়াতে ডিজিটাল প্লাটফর্ম খুবই সক্রিয় ভূমিকা রাখছেন। তরুণ প্রজন্মকে ক্যারিয়ার গঠন-উন্নয়ন এবং দেশেপ্রেমে উদ্বুদ্ধকরণে নিয়মিত মোটিভেশনাল বক্তৃতা-বিবৃতিসহ দরকারি নানা কর্মকাণ্ড পরিচালনা করছেন তিনি।