শান্তিপূর্ণ পরিবেশে কাজিপুরে পৌর নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন

0
259


আবু তৈয়ব সুজয়ঃ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

শান্তিপূর্ণ পরিবেশে
সিরাজগঞ্জের কাজিপুর পৌর নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন
হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ভাবে
ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।
শনিবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশন ঘোষিত ২য় ধাপের
পৌর নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে মোট ৮টি কেন্দ্রে
৩২টি বুথে ভোটার সংখ্যা ছিলো ৯ হাজার ৫৬৪ জন।
সাধারণ কমিশনার পদে ২৪ ও সংরক্ষিত মহিলা কমিশনার পদে ৯জন
প্রতিদ্ব›িদ্বতা করেছেন। এর আগে অন্য কোন প্রার্থী না থাকায়
মেয়র পদে বিনা ভোটে এই পৌরসভায় আ.লীগ মনোনীত প্রার্থী
আব্দুল হান্নান তালুকদার নির্বাচিত হয়েছেন।
৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরদারিতে পুলিশ, আনসার,
বিজিবি ও র‌্যাব সদস্যগণ নিয়মিত টহলে থাকায় অপ্রীতিকর
কোন ঘটনা ঘটেনি।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কাজিপুর উপজেলা
নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, সুষ্ঠু ও
শান্তিপূর্ণ পরিবেশে কাজিপুর পৌর নির্বাচনের ভোট গ্রহণ
অনুষ্ঠিত হয়েছে।