শহিদুল ইসলাম নিরবের কবিতা

0
220



নিপীড়িতের কবি
*
হে সাম্যের সৈনিক নিপীড়িতের কবি
বিপ্লবের শব্দ সুতায় বুনো তোমার দুঃখ।
শব্দের আঘাতে ভাঙো শোষণ শিকল
ঘাই খেয়ে ঘুড়ে দাঁড়াবার এই তো সময়।

চোখ মেলে দেখো ঐ অরুণ আভা
পথ চেয়ে বসে আছে ভোরের পাখি।
ফিঙ দিয়ে পড়ো আজ শোষকের গায়
মুছে দাও নিপীড়িতের অশ্রুআঁখি।

জাগো জাগো হে মুক্তির মহাসৈনিক
সম্মূখে তোমার মুক্তির মহাকাল।

©শহিদুল ইসলাম নিরব