রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য কার্যক্রম পরিদর্শনে কারিতাস ইন্টারন্যাশনালিজের মহাসচিব

0
232

কক্সবাজার, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি ২০২২):

কারিতাস ইন্টারন্যাশনালিজের মহাসচিব আলুইসিয়াস জন এবং কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও মঙ্গলবার বাংলাদেশের কক্সবাজার জেলায় বলপূর্বক বাস্তচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য নির্মিত ক্যাম্প-৪ এবং ক্যাম্প-৪ এক্সটেনশনে এবং উখিয়া উপজেলায় স্থানীয় জনগোষ্ঠীর জন্য কারিতাসের নানান কার্যক্রম পরিদর্শন করেন।

গুরুত্বপূর্ণ এই সফরের সময়, অ্যালোসিয়াস জন রাজকুমার রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং কারিতাস বাংলাদেশের জরুরী সাড়াদান কর্মসূচী’র আওতায় চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন, খবর প্রেস বিজ্ঞপ্তি।

কারিতাস ইন্টারন্যাশনালের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, রোহিঙ্গা জনগোষ্ঠীদের জন্য কারিতাসের বহুমুখী শিশু ও কিশোরী কেন্দ্র এবং ক্যাম্পে গৃহ নির্মাণ ও ওয়াশ কার্যক্রম পরিদর্শন করেছেন।

সফরকালে কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক সেবাস্তিয়ান রোজারিও, ডিরেক্টর প্রোগ্রামস জেমস গোমেজ, এবং ইআরপি কর্মসূচী পরিচালক মার্সেল রতন গুদাসহ কারিতাসের স্থানীয়পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

২০১৭ সালের আগস্ট মাসে ব্যাপকহারে কক্সবাজারে আশ্রিত বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদের জন্য কারিতাস বাংলাদেশ ১২ টি ক্যাম্পে আশ্রয়ণ, এলাকা উন্নয়ন, ওয়াশ, সুরক্ষা, দুর্যোগ ঝুঁকি হ্রাসসহ বিভিন্ন সামগ্রী প্রদান করে আসছে।

রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি কারিতাস বাংলাদেশ স্থানীয় জনগোষ্ঠীর জন্যও বহুমুখী নানান কার্যক্রম পরিচালনা করে আসছে।