রাস্তার প্রতিবন্ধকতা অপসারণের দাবিতে ৫ গ্রামের শতাধিক কৃষকের মানববন্ধন

0
199

লিটন সরকার বাদল:

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় নতুন ফেরীঘাটের সিদ্দিক কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকায় দোনারচর, উত্তর নছরুদ্দি, সাহাপাড়া, সবজিকান্দি, সতানন্দি গ্রামের কৃষকরা ২৭ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২ টায় মানববন্ধন করেন।

স্থানীয় কৃষক রফিক মিয়া বলেন , “প্রায় ১ বছর যাবৎ গেইট নির্মাণ এর কারণে ১০০ জন কৃষকের প্রায় ৭ শত বিঘা জমিতে স্থানীয় কৃষকরা ফসল ফলাতে পারছে না। এর কারণে শতাধিক কৃষক মানবেতর জীবনযাপন করছে।”

এলাকারবাসি মানববন্ধনে স্থানীয় প্রশাসনকে দাবি জানিয়ে বলেন, “দ্রুত এই গেইট অপসারণ করে শতাধিক কৃষকের জীবন বাঁচান।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল ইসলাম জানান, “ভুক্তভোগীদের অভিযোগ এর প্রেক্ষিতে আমি ও আমার সহকারি কমিশনার (ভূমি) সহ সরেজমিন পরিদর্শনে গিয়েছি। কোল্ড স্টোরেজ মালিক কর্তৃপক্ষ এই গেইট নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অমানবিক কাজ করেছে। আমি বিষয়টি খতিয়ে দেখছি।”

এ বিষয়ে জানতে সিদ্দিক কোল্ড স্টোরেজ গেলে কাউকে খুঁজে পাওয়া যায় নি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মু্ক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, স্হানীয় ব্যবসায়ী আব্দুল কাদির,আফজাল সরকার,আব্দুল খালেক,মিজান মেম্বার, পৌর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বিল্লাল হোসেনখন্দকার সুমন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সালাউদ্দিন আহম্মেদ, আব্দুস সাত্তার, সবুজ আহম্মেদ, সালাউদ্দিন সরকার প্রমুখ ।