রাস্তায় পোডা মবিল: আগারগাঁওয়ে শতাধিক মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার শিকার

0
48

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে সবাই যখন ব্যস্ত হয়ে অফিস, স্কুল-কলেজে যাচ্ছে, ঠিক তখন রাজধানীর আগারগাঁও এলাকায় রাস্তায় ফেলে রাখা পোড়া মবিলে চাকা পিছলে দুর্ঘটনার শিকার হন প্রায় শতাধিক মোটরসাইকেল আরোহী।

দুর্ঘটনার শিকার মোটরসাইকেল আরোহী স্বপন সিং জানান, “আগারগাঁও মেট্রোরেল স্টেশন পার হয়ে একটু এগিয়ে আসার পরেই আমি দেখতে পাই রাস্তায় পোড়া মবিল পড়ে আছে। আমার চোখের সামনে ৭-৮ টা মোটরসাইকেল পড়ে যেতে দেখে আমি প্রথমে ভেবেছি ভুমিকম্প হয়েছে।”

তিনি আরো জানান, “আমার মোটর সাইকেলের গতি ছিলো খুবই কম। তার পরেও হঠাৎ আমি দেখি আমি রাস্তায় গড়াচ্ছি। কাপড়চোপড় পোড়া মবিলে কালো হয়ে গেছে।”

কয়েকটা মোটরসাইকেলের পেছনে স্কুলগামী শিশুরা দুর্ঘটনার শিকার হয়ে রাস্তায় ছিটকে পড়ে আহত হয়েছে বলে তিনি জানান।

প্রায় শতাধিক মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হওয়ার পর একজন ট্রাফিক সার্জন এসে পোড়ামবিলে ভেজা রাস্তাটুকু বাশ দিয়ে আটকে দেয়।

তবে কে বা কারা রাস্তায় এভাবে পোড়া মবিল ছড়িয়েছে সেটি কেউ বলতে পারেননি।