রাণীশংকৈলে সাজাপ্রাপ্ত মাদক সম্রাজ্ঞীসহ গ্রেপ্তার ৩

0
264


গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও:ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় রাতভর অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত মাদক সম্রাজ্ঞীসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এএসপি তোফাজ্জল হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান, শনিবার রাতভর অভিযান চালিয়ে পৌর শহরের ডিগ্রি কলেজসংলগ্ন এলাকা থেকে লুৎফর রহমানের মেয়ে ‘মাদক সম্রাজ্ঞী’ ববিতাকে গ্রেপ্তার করা হয়।

পৃথক দুটি মাদক মামলায় তাকে ছয় বছর সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়। অপর মামলায় ১০ বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে একই দিনে উপজেলার রসুনপুর গ্রামে কলিম উদ্দীনের ছেলে বানু শেখের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় এবং ৯৯৯ নম্বরে কল করায় বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার সামশুলের ছেলে মাসুদকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান, মাদক ও জুয়ার ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নিরলসভাবে রাত-দিন কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।