রমজানে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম ২৬ এপ্রিল পর্যন্ত চলবে

0
141
Primary school students in Bangladesh. Photo: Collected

আসন্ন পবিত্র রমজান মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম ২৬ এপ্রিল পর্যন্ত চলবে।

আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, করোনা ভাইরাস পরিস্থিতিতে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ প্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখা হবে।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় সমূহের নিজ নিজ কর্তৃপক্ষকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।