যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ

420
1486
ছবি: নিউ সান

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে সার উৎপাদন ফের বন্ধ হয়ে গেছে। ইউরিয়া  প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায়  ২৯ মে শনিবার রাত ৭ থেকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে।

যমুনা সারকারখানা কোম্পানি লিমিটেড ( জে এস সি এল)  সুত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দিতে অবস্থিত দেশের একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান যমুনা সারকারখানা।  শনিবার রাতে ইউরিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ইউরিয়া প্ল্যান্ট বন্ধ হয়ে যায়।  ফলে কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে।

এ ব্যাপারে যমুনা সারকারখানা ( জে এফ সি এল)  শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুর রহমান  জানান, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় শনিবার রাত ৭ টা থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ আছে।  অতি অল্প সময়ের মধ্যে ত্রুটি মেরামত শেষে উৎপাদনে যাবে কারখানাটি।