ম্যারাডোনার ছবিসংবলিত ব্যাংক নোট বাজারে

0
258

আবু তৈয়ব সুজয়ঃ সিরাজগঞ্জ
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গত কয়েকদিন আগে না ফেরার দেশে চলে গেছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তার সম্মানে নাপোলির স্তাদিও সান পাওলো স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে ম্যারাডোনার নামে। এবার ম্যারাডোনার ইতিহাসকে আরও শক্ত করতে ম্যারাডোনার ছবিসংবলিত ব্যাংক নোট বাজারে ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
এ বিষয়ে ব্যাংক আর্জেন্টিনাকে বলা হয়েছে, ২০২১ সালে এক হাজার আর্জেন্টাইন ডলার বা তার বেশি মূল্যমানের কমপক্ষে অর্ধেক নোটে দিয়েগো ম্যারাডোনার ছবি দিতে হবে। নোটের অন্যদিকে ১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকোতে ইংল্যান্ডের বিপক্ষে করা দ্বিতীয় গোলের মুহূর্ত দিতে বলা হয়েছে। এ ছাড়া আগামী বছর ম্যারাডোনার পুরো ক্যারিয়ারের মুহূর্তগুলো নিয়ে স্ট্যাম্প ছাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে। খেলোয়াড় ও কোচ হিসেবে ম্যারাডোনা যত ক্লাবে ছিলেন, সেসবের স্মৃতি ধরে রাখতেই এই প্রস্তাব।

এদিকে, ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর থেকে একের পর এক তথ্য বেরিয়ে আসছে। এবার জানা গেল বেশ গোপন একটি তথ্য। প্রতি মাসে দাতব্য কাজে মিলিয়ন মিলিয়ন অর্থ ব্যয় করতেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। তার আশেপাশের কিংবা শ্রমিক-কর্মচারীদের বড় একটি অংশের পরিবার চালাতেন ম্যারাডোনা।