মোবাই আবিষ্কার করে যে

0
274


নিউসান ডেস্ক:
১৯৭৩ সালে মটোরোলা কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও আমেরিকান বিজ্ঞানী মার্টিন কুপার তার সহকর্মী জন এফ মিশেলের সাথে যৌথভাবে মোবাইল ফোন বা সেলুলার ফোন আবিষ্কার করেন। কিন্তু মার্টিন কুপার তাঁর নামে মোবাইল ফোনের পেটেন্ট বা মেধাস্বত্ত্ব করান, ফলে আবিষ্কারক হিসেবে তাঁর নাম ব্যবহৃত হয়। যার ওজন ছিল ২ কিলোগ্রাম বা ৪.৪ পাউন্ড।


১৯৭৯ সালে জাপানি কোম্পানি নিপ্পন টেলিগ্রাফ ও টেলিফোন (এনটিটি) সর্বপ্রথম সেলুলার ফোনের প্রথম প্রজন্মের নেটওয়ার্ক উন্মোচিত করে। ১৯৮৩ সালে DynaTAC 8000x নামে সেলুলার ফোনটি সর্বপ্রথম বাণিজ্যিকভাবে বাজারে আনে মার্টিন কুপারের প্রতিষ্ঠিত Dyna LLC নামক অপর একটি কোম্পানি।