মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী প্রয়াত মুক্তিযোদ্ধার ছেলে মানিকের গণসংযোগ

0
198


নিজস্ব প্রতিনিধি

আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জামালপুর জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চেয়ারম্যানের সন্তান জহুরুল ইসলাম মানিক সরিষাবাড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গন-সংযোগ করে চলেছেন। এরই অংশ হিসেবে ৩ অক্টোবর শনিবার দিনব্যাপী পৌর ১ নং ওয়ার্ডে গনসংযোগ করেন।

গনসংযোগকালে আওয়ামী লীগ নেতা বলেন, আগামী পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে সর্বস্তরের পৌরবাসীর দোয়া ও সহযোগিতা চাই। মানিকের গনসংযোগ কালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেনী পেশার সর্বস্তরের মানুষ স্বতস্ফুর্ত ভাবে উপস্থিত ছিলেন।

দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি বলেন, আমি আশাবাদী নেতাকর্মীরা সম্মিলিতভাবেই আমাকে সমর্থন জানাবে। কারণ মূলদলসহ সব সহযোগী ও অঙ্গসংগঠন সমূহের সকল নেতাকর্মীর সাথেই আমার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। কারো সাথেই কোন প্রকার বৈরিতা নেই। এমনকি দলমত নির্বিশেষে উপজেলা ও পৌরসভার সকল মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সচরাচরই বিদ্যমান। যা অন্য অনেকের তুলনায় অনেকাংশে বেশিই বলে আমার বিশ্বাস। তাই তিনি মনোনয়ন পাওয়ার আশা করেন।

একইভাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও আমাকে মনোনয়ন দিবেন নৌকার মাঝি হিসেবে। তিনি যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর বিজয় সুনিশ্চিত। কারণ ব্যক্তিগত ও রাজনৈতিক জনসম্পৃক্ততা, দলীয় নেতাকর্মীদের সমন্বিত প্রয়াসে ভোট বিপ্লব ঘটানো সম্ভব হবে। মেয়র পদটি জনগণের ভোটের মাধ্যমে অধিগ্রহণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা মাফিক সঠিক জনসেবা ও উন্নয়ন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে প্রার্থী হতে চাই। সরিষাবাড়ি বাসীকে দিতে চাই আওয়ামী লীগ সরকারের সাফল্যের সর্বোচ্চ প্রাপ্তি। নিশ্চিত করতে চাই আগামী প্রজন্মের নিরাপদ ও মানসম্পন্ন ভবিষ্যৎ। এ শহরকে গড়ে তুলতে চাই প্রকৃত অর্থে উন্নত, আধুনিক ও শান্তি সমৃদ্ধির আবাসস্থল হিসাবে।